Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব নীতিমালা আলোকে ১৮-৩৫ বয়স্ক সকল

বেকার যুবক ও যুব মহিলা যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগঞ্জ থেকে নিম্নে বর্ণিত সেবা সমুহ গ্রহণ করতে পারবেন 

 

(ক)প্রশিক্ষণ কার্যক্রম সমুহঃ-

ক্রমিক

নং

ট্রেডের নাম

কোর্সের

মেয়াদ

কোর্স ফি(টাকা)

নূন্যতম শিক্ষাগত যোগ্যতা

বয়স

            ২

   ৩

   ৪

               ৫

   ৬

০১.

পোষাক তৈরী প্রশিক্ষণ (শুধুমাত্র

মহিলাদের জন্য)

৪ মাস

৫০/-টাকা

৮ম শ্রেণী পাশ

১৮-৩৫ বছর

০২.

মৎস চাষ

১ মাস

৫০/-টাকা

৮ম শ্রেণী পাশ

১৮-৩৫ বছর

০৩.

কম্পিউটার বেসিক কোর্স

৬ মাস

১০০০টাকা

এইচ এস সি পাশ

১৮-৩৫ বছর

০৪.

ইলেকট্রনিক্স (টিভি ও মোবাইল মেরামত)

৬ মাস

৩০০/= টাকা

অষ্টম শ্রেণী

১৮-৩৫ বছর

০৫.

রেফ্রিজারেশনএ্যান্ড এয়ারকন্ডিশনিং

৬ মাস

৩০০/= টাকা

এস এস সি

১৮-৩৫ বছর

০৬.

ইলেকট্রিক্যাল এ্যান্ড হাউজ ওয়্যারিং

৬ মাস

৩০০ টাকা

অষ্টম শ্রেণী

১৮-৩৫ বছর

০৭.

গবাদি পশু ,হাঁস-মুরগী পালন ,

মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষন কোর্স

৩ মাস

২০০/= কোর্স ফি জামানত ১০০/= টাকা

অষ্টম শ্রেণী

১৮-৩৫ বছর

০৮.

অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমান প্রশিক্ষন কোর্স (বিভিন্ন ট্রেড)

স্থানীয় চাহিদার ভিত্তিতে

৭/১৪/২১

  দিন

  নাই

৫ম/৮ম শেণী

ট্রেড ভেদে

১৮-৩৫ বছর

(খ) যু্ব ঋণ বিতরণ কর্মসূচীঃ

 

প্রশিক্ষিত আত্নপ্রত্যয়ী প্রকল্প গ্রহণকারী যুবক ও যুব মহিলাদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়ে থাকে।

 

(1)       প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলাদের প্রকল্পের বিপরীতে ৫০,০০০/- থেকে ১,০০০০০/- টাকা পর্যর্মত্ম যুব ঋণ প্রদান করা হয়।

(2)      অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলাদের প্রকল্পের বিপরীতে ৩০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা পর্যর্মত্ম যুব ঋণ প্রদান করা হয়।

(3)      যুব উন্নয়ন অধিপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত যুব সমিতিকে ২৫,০০০-/- থেকে ১,০০০০০/- পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

(৩) যুব ঋণ কার্যক্রমের আওতায় পরিবার ভিত্তিক কর্মসূচীর মাধ্যমে কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রুপ ভিত্তিক ১২,০০০/- টাকা হতে ২০,০০০/- টাকা পর্যমত্ম যুব ঋণ বিতরণ করা হয়।

 

(গ) যুব ক্লাব/সংগঠন তালিকাভুক্তি করণঃ

 

যুব সমাজের আর্থ সামাজিক উন্নয়ন কল্পে জেলার সক্রিয় যুব ক্লাব/সংগঠনকে যুব কার্যক্রমে আরো সম্পৃক্ত করণের লক্ষ্যে অত্র অধিদপ্তরে তালিকাভুক্ত করা হয়।

 

(ঘ) জাতীয় যুব  পুরষ্কারঃ

 

                প্রতি বছর কেন্দ্রীয়ভাবে সকল সফল আত্নকর্মী যুবক ও যুব মহিলা এবং শ্রেষ্ঠ যুব সংগঠককে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় যুব পুরস্কার ও শ্রেষ্ঠ সংগঠক পুরষ্কার প্রদান করা হয়ে থাকে।

 

(ঙ) যুব কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণঃ

               

(১) অধিদপ্তরের মাধ্যমে যুব ও ক্রীড়মন্ত্রণালয় হতে প্রতি বছর ভালো কাজের উৎসাহ প্রদানের লক্ষ্যে মনোনীত সংগঠনকে ২০,০০০/- টাকা হতে ৫০,০০০/- টাকা পর্যমত্ম অনুদান দিয়ে থাকে।

(২) সরকারের অনুন্নয়ন খাত হতে প্রতি বছর জেলা একটি সংগঠনকে অনুদান প্রদান করা হয়ে থাকে।

(৩) তালিকাতুক্ত যুব সংগঠনের মাধ্যমে যুব কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে।

 

বিস্তারিত জানার জন্যে জেলা কার্যালয় ,উপজেলা কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে।