Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

যুব সমাজকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের জন্য তাদেরকে উদ্বুদ্ধকরণ, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর হতে জাতীয় যুবনীতি অনুসারে 18 হতে 35 বছর বয়সী কর্ম প্রত্যাশী যুবদের জন্য আত্মকর্মসংস্থান/কর্মসংস্থান মূলক দু ধরণের প্রশিক্ষণ পরিচালনা করা হয়। (1) প্রতিষ্ঠানি প্রশিক্ষণ, (11) অপ্রতিষ্ঠানি প্রশিক্ষণ্। গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন মেয়াদে পোষাক তৈরি, কম্পিউটার বেসিক কোর্স, মৎস্য চাষ, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং বিষয়ে প্রতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রদান করাহয় এছাড়াও প্রধান কার্যালয় থেকে বাজেট প্রাপ্তি প্রতিবছর বিশেষ প্রশিক্ষণ হিসেবে বিভিন্ন মেয়াদে প্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন, ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্টিং ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হয়।

অত্র জেলার 5টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে নির্বচিত 41টি ট্রেডে স্থানিয় বেকার যুব ও যুব মহিলাদের চাহিদা ভিত্তিতে স্থানিয় প্রশিক্ষণ দ্বারা ভ্রাম্যমান অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষনের নীতিমালার আলোকে 7/14/21 দিন মেয়াদী আনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়।