১।প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহঃ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন ।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষন ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১।গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ৩ মাস ।
প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই , অক্টোবর ,জানুয়ারী ও এপ্রিল মাস ।
আসন সংখ্যা -৪০ জন ( আবাসিক )।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ৩০০০ টাকা ভাতা প্রদান করা হয়।
২।পোষাক তৈরী ( মহিলাদের জন্য )।
§ মেয়াদ – ৩ মাস
§ প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারীমাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা- ২৫ জন। ( অনাবাসিক )।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৫০ টাকা।
৩।মৎস চাষ।
§ মেয়াদ -১ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ২৫ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৫০ টাকা।
৪।কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপলিক্যাশন ।
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৭০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – এইস এস সি শ্রেণী পাস।
§ কোর্স ফি – ১০০০ টাকা।
৫।রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ।
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৩০০ টাকা।
৬।ইলেক্ট্রনিক্স ।
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৩০০ টাকা।
৭।ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং ।
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৩০০ টাকা।
যোগাযোগঃ
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
শেখ মনি স্টেডিয়ামের ৩য় তলা, গোপালগাঞ্জ।
টেলিফোন; ০২-৬৬৮৫০৮৬ । dddydgopalganj@gmail.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ,গোপালগাঞ্জজেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক ( ভ্রাম্যমান ) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলাপর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বা যুব সংগঠন / ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যাবহারকরা হয়।যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতুবেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়।অপ্রাতিষ্ঠানিকপ্রশিক্ষণগ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না ।যেসমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
§ পারিবারিক হাঁস মুরগি পালন
§ গরু মোটা-তাজা করন ।
§ গাভি পালন ।
§ বসত বাড়ীতে সব্জী চাষ ।
§ নার্সারি বনায়ন ।
§ ছাগল পালন ।
§ মৎস চাষ ।
§ পোষাক তৈরি ।
§ এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয় ।যোগাযোগের ঠিকানাঃ
§ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা, গোপালগাঞ্জ।
ঋন কর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দিয়ে থাকে ।
১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ
ব্যক্তি ঋন/যুবঋনঃ- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভ জনকপ্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয় । ব্যক্তি শ্রেণী ঋন আবার দুইপ্রকার ।
1) প্রাতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীরঅনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান সর্বোচ্চ ১০০০০০/- টাকা ।
2) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধিরজন্য সর্বোচ্চ ৫০,০০০/- পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদানকরা হয় ।
যোগাযোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা , গোপালগাঞ্জ।
গ্রুপ ঋন
পরিবারেসদস্যদের নিয়ে গ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবারভিত্তিক প্রদান করা হয় । পারিবারিক ঐতিহ্য রক্ষা ও মুল্যবোধ সমুন্নতরাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি , শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে স্বকর্মসংস্থান সৃষ্টিই এপ্রকার ঋণ কর্মসূচির মুল লক্ষ্য ।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১টগ্রুপ এবং ৮-১০ টি গ্রুপ নিয়ে ১ টি কেন্দ্র গঠন করা হয়।প্রতি সদস্য ১মদফায় ১২০০০/ টাকা করে ঋন পায় ৩ সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫০ সপ্তাহে এ ঋণপরিশোধ করতে হয়।পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৫ ম দফা পর্যন্ত ঋন দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
যুব সংগঠন নিবন্ধন করণঃ
বেসরকারীস্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশেরআর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালনকরে থাকে।যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন নিবন্ধন করে।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর , গোপালগাঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
যুব সংগঠনকে অনুদান প্রদানঃ
যুব সংগঠনসমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানেরনিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছরঅনুদান প্রদান করা হয় ।তা ছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্যসংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয়
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর , গোপালগাঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
সার্ক ইয়ূথ এওয়ার্ড–দক্ষিণএশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ১৯৯৭ সাল থেকে ” সার্ক ইয়ূথ এওয়ার্ড” স্কীম চালু করা হয় । বাংলাদেশে এএওয়ার্ড প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালকে ( বাস্তবায়ন ) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
কমুনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রাদান-
যুব উন্নয়নকর্মকান্ডে অবদান।সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদেরউন্নয়ন্মূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব / যুব সংগঠনকেকমনোয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালকে ( বাস্তবায়ন ) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়নঅধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করেদৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব /যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদানকরা হয় ।তা ছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখেতাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।
তথ্য প্রদান-
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য প্রদান করা হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ উপ পরিচালক , গোপালগাঞ্জ জেলা কার্যালয়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা , উপজেলা কার্যালয় , গোপালগাঞ্জসকল ।
বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ
সুনির্দিষ্ট অভযোগ দাখিল করা যাবে।
মহাপরিচালক , যুব উন্নয়ন অধিদপ্তর ,১০৮ মতিঝিল বা/এ ঢাকা ।
অথবা
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
গোপালগাঞ্জ।
যুবদের আত্বকর্মী হিসেবেগড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর, গোপালগাঞ্জজেলা কার্যালয় কর্তৃক জেলারকর্মপ্রত্যাশী বেকার যুবদের মুলতঃ উদবুদ্ধুকরণ, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণপ্রদান করে থাকে। এ সংক্রান্ত সকল তথ্যাদি সহ আরো যে সকল সেবা প্রদান করাহয় তা নিম্নে উল্লেখ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস